বুধবার (০৮ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা কারাগারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ।
উক্ত আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের জেল সুপার শরিফুল ইসলামের সভাপতিত্ত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. তরিকুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ, জেলা কারা হাসপাতালের মেডিকেল অফিসার ডঃ আহনাফ শাহরিয়ার। শুরুতে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করে জেলা কারাগারের জেলার জাকির হোসেন।
প্রধান অতিথি জেলা কারাগারে মাদক মামলায় আটক পাঁচ শতাধিক কারাবন্দির উদ্যেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন এবং মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে কারাবন্দিদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
Leave a Reply