চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গভীর রাতে দুই ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। নাচোল বাসস্ট্যান্ডের ইসলামী হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক মাহিদুল ইসলাম বাবুল জানান, গত ২০ জানুয়ারি হোটেলের সারাদিন খাদ্যসামগ্রী বিক্রির টাকা নিয়ে রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে মুরাদপুরে বাড়ি ফেরার সময় নাচোল খ. ম. সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব দিকের রাস্তায় তাকে পিছন থেকে তিনজন ছিনতাইকারী পথরোধ করে এবং কিলঘুষি মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। ঐসময় মাহিদুল ইসলাম চিৎকার করে এবং তাদের ধাওয়া করে। তার চিৎকারে এলাকার লোকজন দৌড়ে এসে, পৌর এলাকার শিয়ালা গ্রামের ইউনুসের ছেলে আশরাফুল (৪২) ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার মাকলাহাট গ্রামের দুরুলের ছেলে শফিকুল ইসলাম (৪৫) কে পাকড়াও করে গণধোলাই দিয়ে রাতেই নাচোল থানায় সোপর্দ করে। অন্যজন নাচোল থানাপাড়ার শ্রী গৌর বাবুর ছেলে সুবোল (২৬) পালিয়ে যায়।
এ বিষয়ে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় হোটেল মালিক বাদী হয়ে অভিযোগ দায়ের করেছেন। আসামীদেরকে ২১ জানুয়ারি জেলহাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply