চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তিনটি খাবার হোটেল ও সাপ্তাহিক হাটে আয়োডিন বিহিন লবন বিক্রয় এবং অস্থায়ী হোটেলে পোড়া ভোজ্য তেল ব্যবহারের অভিযোগে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
আজ (০৯ ফেব্রুয়ারী) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা।
এসময় নাচোল বাসস্ট্যান্ডের তিনটি খাবার হোটেল রাজফুড ক্যাসেল, ইসলামি হোটেল, বিশাল হোটেলকে অব্যবস্থাপনার অভিযোগে প্রত্যেক হোটেলকে দশ হাজার টাকা করে জরিমানা করেছেন।
এদিন সাপ্তাহিক হাটে আয়োডিন বিহীন লবন, গুড়ো হলুদ বিক্রয় ও অস্থায়ী ও স্থায়ী হোটেলকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করেন। এসময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা আব্দুল্লা আল মামুন ও উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর ফাতেমা বেগম, ভূমি অফিসের নাজির কাম ক্যশিয়ার সাজেদুল আলম হিমেল ও নাচোল থানাপুলিশের এসআই আবুল কালাম সঙ্গীওফোর্স সহ উপস্থিত ছিলেন।
Leave a Reply