চাঁপাইনবাবগঞ্জের নাচোলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পক্ষে শিক্ষকবৃন্দের স্মারকলিপি প্রদান। গতকাল সকাল নাচোল উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ প্রধান উপদেষ্টার নিকট চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছেন।
প্রধান উপদেষ্টা মহোদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিটেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গত ২৮/০১/২০২৫ ইং সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ সহ ৬ দফা দাবী ঘোষণা বাস্তবায়নের দাবীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
দেশের ক্লান্তি লগ্নে জাতীর মহা সংকটে প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহন করায় দেশের সকল মানুষের শান্তি ফিরে এসেছে।আন্দোলনকারী শিক্ষকবৃন্দরা বলেন বিশেষ করে বৈষম্যের স্বীকার শিক্ষকদের দাবী পূরনের আশার আলো সংঞ্চয় হয়েছে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ২৮/০১/২০২৫ ইং তারিখে মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ সহ ৬ দফা দাবী ঘোষণা বাস্তবায়নের দাবীতে আপনার হস্তক্ষেপ কামনা করেন।
শিক্ষকদের ৬ দফা দাবী নিম্নে পেশ করা হল। ১ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা গবেষণা রিচার্স ইনষ্টিটিউট কর্তৃক ষ্টাডি রিপোর্টের সুপারিশের আলোকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের ঘোষণা বাস্তবায়ন, ২. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা রেজিট্রেশন স্থগিত আদেশ ২০০৮ প্রত্যাহার করা, ৩. রেজিষ্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলো মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক কোড নম্বরে অন্তর্ভুক্তকরণ, ৪. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আলাদা নীতিমালা, পাঠদানের অনুমতি, স্বীকৃতি, বেতন-ভাতা, নীতিমালা -২০২৫ অনুমোদনকরণ, ৫. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়ক নিয়োগের ব্যবস্থা করণ, ৬. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রাক-ইবতেদায়ী শ্রেণি খোলা অনুমোদনের ব্যবস্থা করণ।
Leave a Reply