আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা ব্রিজ টোলঘর এলাকাকে সাত রাস্তার মোড় নামে ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৫ মে) রাতে জেলা শহরের টোলঘর এলাকায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নতুন সাত রাস্তার মোড় এলাকার স্থানীয় বাসিন্দা ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবু জার গিফারী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুল খালেক, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুল লতিফ, ফুলকুড়ি ইসলামিক একাডেমির সিনিয়র শিক্ষক মাইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, ইউসুফ আলী, গোলাম কবির, আলহাজ্ব হোসেন আলি সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় স্থানীয়রা জানান মহানন্দা সেতু চাঁপাই নবাবগঞ্জের মহানন্দা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু। এই সেতুর সড়কের আশেপাশের সাতটি রাস্তাকে যুক্ত করেছে। তাই সকলের সম্মিলিত মতামতের ভিত্তিতে সাত রাস্তার নামকরণ ঘোষণা করা হয়েছে।
Leave a Reply