সোহেল রানা চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবসে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ৫০জন ছাত্র-ছাত্রীদের চক্ষু ও ডেন্টিস্ট রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল ৯টায় চক্ষু হাসপাতাল থেকে একটি র্যালি জেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে হাসপাতালের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য ছিলো “আপনার চোখকে ভালো বাসুন”।
দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ শাখা কর্তৃক পরিচালিত নব-নির্বাচিত কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভার সভাপতিত্ব করেন সমিতির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান সাদিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফারুক আলী, সম্মানিত সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম, কোষাধক্ষ মো. আব্দুল হান্নান, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল খালিদ, কার্যনির্বাহী সদস্য এম কোরাইশী মিলু, আব্দুল বারেক, মতিউর রহমান বরজাহান, এ্যাডভোকেট মতিউর রহমান, রুহুল আমিন, বাদল আলী।
এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ ইমরান জাভেদ, ডাঃ জান্নাতুন ফেরদৌস, ডাঃ জাহাঙ্গীর আলী, ডাঃ মিজানুর রহমান। সার্বিক উপস্থাপনা করেন চক্ষু হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ইউসুফ আলী।
সমিতির চেয়ারম্যান বলেন চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের চিকিৎসার মান ভালো দেখেই নওগাঁ, পোরশা থেকে চিকিৎসা সেবা নিতে আসেন। এখন প্রত্যেক মাসে ৫ শতাধিক চক্ষু রোগীর অপারেশন করা হচ্ছে। এ পর্যন্ত অপারেশন করা রোগীর কোন কমপ্লেন নেই। একজন রোগী তিন হাজার টাকায় ভালো মানের চক্ষু অপারেশন করতে পাচ্ছেন। সে সাথে বলেন কোন নাগরিক টাকার অভাবে যেন অন্ধ না হয়। অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply