দৈনিক যুগান্তরের পঁচিশে পদার্পণ উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ স্বজন সমাবেশের উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২০ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। তার আগে একটি র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুগান্তর পত্রিকার চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানবজমিন পত্রিকার প্রতিনিধি ফারুক হোসেনের (সার্বিক) উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সদ্য পুলিশ সুপার পদে পদোন্নীতির প্রাপ্ত আবুল কালাম শাহীদ, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খবর পত্রিকার জেলা প্রতিনিধি আলমগীর কবির কামাল, চ্যানেল আই টিভির জেলা প্রতিনিধি ও চাঁপাই দর্পণের সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সাপ্তাহিক সোনামসজিদের প্রতিষ্ঠাতা সম্পাদক জোনাব আলী, দৈনিক গৌড় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক আজিজুর রহমান শিশির, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি ও খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আখতারুজ্জামান, চাঁপাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সকালের সময় পত্রিকার প্রতিনিধি জমশেদ আলী চাঁপাই প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধ সোহেল রানা, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি তারেক রহমান, সময় টিভির জাহাঙ্গীর আলম, এশিয়া এশিয়া টিভির নাদিম হোসেন প্রমুখ।
অতিথিদের দেয়া বক্তব্যে বলেন দৈনিক যুগান্তর পত্রিকা বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রচারে কখনো পিছিয়ে থাকেনি। যুগান্তরের এগিয়ে যাওয়া অব্যাহত থাকুক বলে জানান তারা।
Leave a Reply