চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোড়ে ডিবি পুলিশের অভিযানে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার আটক-২।
সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোড়ে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান (পিপিএম সেবা) সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনচার্জ (ওসি) বাবুল উদ্দীন সরদার এর তত্ত্বাবধানে এসআই (নি:) মাহাফুজুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শিবগঞ্জ উপজেলার তারাপুর ঠুটাপাড়া গ্রামের হাসান আলী @ আবুল হাসান (১৯), অপরজন সদর উপজেলার বারোঘরিয়া রবিদাস পাড়া গ্রামের শ্রী প্রদীপ দাস (২৬) কে নয়াগোলা মোড় থেকে ৪৯ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন ও ফেন্সিডিল বহনের কাজে ব্যবহৃত একটি মটর সাইকেল সহ আটক করা হয়।
উক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে এসব কথা জানায় জেলা পুলিশ।
Leave a Reply