চাঁপাইনবাবগঞ্জ সদর -৩ আসনে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোঙর প্রতীকের প্রার্থী আব্দুল মতিনের সমর্থনে বিশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পৌর শহরের বাতেন খাঁ মোড় থেকে মিছিলটি বের জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে মুজিব চত্বরে গিয়ে শেষ হয়। এবং সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিলের সভাপতিত্বে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সদস্য ও পৌর মেয়র মোখলেসুর রহমান, জেলা আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল আলম, জেলা আ. লীগের সদস্য আবু সুফিয়ান পৌর আ. লীগের সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান রোকন, জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আ. লীগের সভাপতি আজিজুর রহমান, জেলা যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আল কামাল ইব্রাহিম রতন, জেলা শ্রমিক লীগের সভাপতি শহিদুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জুয়েল রানা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
Leave a Reply