চাঁপাইনবাবগঞ্জে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার পরবর্তী মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ৪ জন’কে আটক করেছে পুলিশ।
পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো বিবরণে জানায়, আটককৃতদের সাথে সুদের টাকা লেনদেনকে কেন্দ্র করে পরিকল্পিভাবে স্বপ্না আক্তার জেসমিনকে হত্যা করা হয়। কেউ চিনতে না পারে, পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয় তারা। এ খবর পেয়ে পুলিশ অজ্ঞাত স্বপ্না আক্তার জেসমিনের মরদেহ উদ্ধার। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল হোতা আসামি শরিফুল ইসলাম সহ এ ঘটনার সঙ্গে জড়িত পারভীন, আয়েশা বেগম, লেতুন জেরা সহ ৪ জন ‘কে আটক করতে সক্ষম হয়। এ হত্যা কাণ্ডে ব্যবহৃত হাঁসুয়া সহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ।
এ বিষয় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানায় স্বপ্না আক্তার জেসমিন হত্যা মামলার মূল আসামি বিজ্ঞ দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন। পরে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে এসব কথা বলেন তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply