বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব চত্বরে রেড ক্রিসেন্ট সোসাইটি শীতবস্ত্র বিতরণ করেছেন।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা রেডক্রিসেন্ট ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, নির্বাহী সদস্য আবু সুফিয়ান, নির্বাহী সদস্য আল কামাল ইব্রাহিম রতন এবং জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট লেবেল অফিসার মাহামুদুর রহমান, জেলা যুব রেডক্রিসেন্ট যুব প্রধান সামিম রেজা, রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলায় কনকনে ঠান্ডায় শীতার্ত মানুষের পাসে দাঁড়াতে জেলার বিত্তবানদের এগিয়ে আসারও আহব্বান জানায় রেডক্রিসেন্ট সোসাইটি ইউনিটের নেতৃবৃন্দ।
Leave a Reply