চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজারে অবস্থিত চেম্বার ভবন সংলগ্ন মহানন্দা নদীর বামতীরে পুর্ব সতর্কতামূলক প্রতিরক্ষা কাজের উদ্বোধন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভবনের সামনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের শুভ উদ্বোধন করে চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ।
উক্ত অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আকতারুল ইসলাম রিমন, পরিচালক পরিচালক আব্দুল আওয়াল, পরিচালক আব্দুল বারেক, সাবেক পরিচালক শহিদুল ইসলাম শহীদ, বাহারাম আলী, এম কোরাইশি মিলুসহ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply