প্রতিবছরের ন্যায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী হজযাত্রীদের প্রশিক্ষণ কর্মশালার সমাপনী।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ও জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার (বিপিএম পিপিএম) ছাইদুল হাসান।
উক্ত কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশরাফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি( মিন্টু রহমান। কর্মশালার
প্রশিক্ষক ছিলেন মেসার্স রাজ ট্রাভেলসের স্বত্বাধিকারী ও হাব প্রতিনিধি আলহাজ্ব আব্দুল জাব্বার, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ মাসুম সাহেব,
জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের পেস ইমাম (হজ বিষয়ে অভিজ্ঞ) প্রশিক্ষক মাওলানা মুখতার আলী।
প্রসঙ্গগত উল্লেখ্য, গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। এ বছর চাঁপাই নবাবগঞ্জ থেকে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৯৬০ জন হজের উদ্দেশ্যে রওনা দিবেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply