বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ চাঁপাই নবাবগঞ্জ পৌর শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
উক্ত পরিচিত ও আলোচনা সভায় পৌর আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি শাহিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মহিফুল ইসলাম সোহাগের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক ডা. গোলাম রাব্বানী, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আশফাকুর রহমান রাসেলসহ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের নেতাকর্মী বৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply