বৃহস্পতিবার (২০ জুন) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত টিংকু ইসলামপুর ইউনিয়নের তেররশিয়া গ্রামের তবজুল হকের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন নিহত টিংকুর পিতা তবজুল হক ও ছোট ভাই আব্দুল মালেক। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতের বাবা ও স্থানীয়রা জানান, জমি নিয়ে তার ভাই ও আত্মীয়স্বজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। পারিবারিক ভাবে বিরোধ মেটাতে বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ীর সামনে সালিশ বৈঠক ডাকা হয়। এক পক্ষ হঠাৎ দা ও হাঁসুয়া নিয়ে হামলায় চালায়। এতে গুরুত্ব আহত হন আব্দুল খালেক ওরফে টিংকু। তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন। অন্যদের আটকে অভিযান চলছে বলে জানান তিনি।
Leave a Reply