খাদ্য মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেন বলেছেন সারাদেশে খাদ্যের কোন সংকট নেই। আমন মৌসুম শেষ হলো, ভরা মৌসুমে চালের কোন ঘাটতি নেই। সুতরাং খাদ্যের সংকট হবে এমন ভাবার কোন কারণ নেই। যদি পরিস্থিতি এমন হয়, তারা বাজার মূল্য আগের জায়গায় না নিয়ে আসে বা কমাতে চাচ্ছে না। তখন আমদানি পর্যায়ে জিরো টেক্স করে বিদেশ থেকে আমদানির অনুমতি দিলে মজুদার সংকটের মুখোমুখি হবে এবং আর্থিক ভাবে ক্ষতিগ্রস্তের মুখে পড়বে বলে জানান তিনি।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে চাঁপাইনবাবগঞ্জে চালের বাজার নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনিছুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আব্দুল আল মামুন, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, রাজশাহী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক জহিরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার এবং পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, জেলা খাদ্য নিয়ন্ত্রক আয়ান-বায়ান জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার চাল কল মালিক সমিতির প্রতিনিধি ও জেলার মিল মালিকের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply