চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাঁওতাল জনগোষ্ঠী ও প্রান্তিক ৪শ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ১২শ শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মির্জাপুর কলেজ মাঠে (পুনাক) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ফিতা কেটে বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী ও বাংলাদেশ পুলিশের (আইজিপি)’র সহধর্মিণী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি সাধারণ সম্পাদিকা নাসিম আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উপস্থাপনা করেন পুনাকের যুগ্ম-সাধারণ সম্পাদিকা তৌহিদা নূপুর।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি আনিসুর রহমান বিপিএম বার, পিপিএম বার, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত আবুল কালাম সাহিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুনাকের সভানেত্রী নাজিফা আলী প্রমি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর নেতৃবৃন্দ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply