শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থা চাঁপাই নবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১৬ডিসেম্বর উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের মাঝপাড়া বালিগ্রামে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওদুদ বিশ্বাস।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজ কল্যান সংস্থার জেলা শাখার সভাপতি আব্দুল হাকিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের (এমপি) ফেরদৌসী ইসলাম জেসি, বাংলাদেশ আ. যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহীর সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম সরকার, চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সালেহ উদ্দিন ভোলা, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আয়াত আল নূর, জেলা আ. লীগের সদস্য জারা জাবীন মাহবুব, জেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি রুহুল আমিন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ যুব লীগ, কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক উপস্থাপনা করেন শেখ রাসেল মেমোরিয়াল সমাজকল্যাণ সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক জহির রায়হান।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের শেষে মহল্লার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী গম্ভীরা গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply