মানবতার সেবাই প্রতিক্ষণ” এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাই নবাবগঞ্জে এসএসসি ৯৯ ব্যাচের ৭০০ বন্ধুদের নিয়ে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (০৫ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এসএসসি ৯৯ ব্যাচের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলাহাট উপজেলার দই বিক্রেতা প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে সম্মাননা পদপ্রাপ্ত `সাদা মনের মানুষ` মো. জিয়াউল হক।
রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জের এসএসসি ৯৯ ব্যাচের উদযাপন কমিটির আহ্বায়ক জমসেদ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় স্বাগত বক্তব্য দেন এসএসসি ৯৯ ব্যাচ চাঁপাইনবাবগঞ্জের তারিকুজ্জামান।
চাঁপাইনবাবগঞ্জে প্রথম বারের মত রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানের যোগ দেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা এসএসসি ৯৯ ব্যাচের ৭০০ জন রেজিস্ট্রেশনকৃত বন্ধু। প্রথমেই চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কালাই রুটি এবং বিভিন্ন জাতের সুমিষ্টি আম পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত মধ্য দিয়ে ৯৯ ব্যাচের মরহুম বন্ধুদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এরপর সমাজসেবায় একুশে সম্মাননা পদপ্রাপ্ত `সাদা মনের মানুষ` মো. জিয়াউল হক’কে এসএসসি ৯৯ ব্যাচ পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়। পরে ২৫ পাউন্ডের কেক কেটে ৭০০ জন বন্ধু রজতজয়ন্তী উৎসব উদযাপন করে। বিকেলে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন সুমন, মনিরুল, ডিউকসহ অন্যান্যরা।
Leave a Reply