রাজশাহী জেলার গোদাগাড়ী মোহনপুর ডুমুরিয়ার গহীন জঙ্গলে চোলাইমদ প্রস্ততকালে ২ হাজার লিটার মদ উদ্ধার। ২ মাদক কারবারি কে আটক করতে সক্ষম হয়েছে র্যাব-৫।
র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে গত (২৪ ডিসেম্বর) রাজশাহী জেলার গোদাগাড়ী মোহনপুর ইউনিয়নের ডুমুরিয়ায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরী সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে তাদের আটক করা হয়।
আটককৃত আসামি হচ্ছে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বাবু ডাইং গ্রামের মৃত দেবেন টুডু’র ছেলে শ্রী জাসদ টুডু (২৭), মৃত মাংরা মুরমু’র ছেলে শ্রী হিরালাল মরমু (৩০) কে চোলাই মদ প্রস্তুত করণের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে আটক করে।
র্যাব জানিয়েছে, গহীন জঙ্গলের ভিতরে পরিত্যাক্ত ঘরে মদের বিশাল কারখানা তৈরী করে সেখানেই তারা প্রতিনিয়ত মদ প্রস্তুত করে বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী, মাদকসেবী, যুবকদের মাঝে খুচরা এবং পাইকারী বিক্রি করে আসছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। তারা দুইজন এলাকার পেশাদার মাদক ব্যবসায়ী।
উক্ত মাদক উদ্ধারের ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মামলা রুজু করা হয়েছে বলে এসব তথ্য জানিয়েছেন র্যাব।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply