জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সংক্রান্ত সুপারিশ প্রত্যাখ্যান ও উপসচিব পদে সকল ধরনের কোটা বাতিলের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন’ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে বাংলাদেশ সিভিল সার্ভিসের ২৫টি ক্যাডারের সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে এক ঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন- নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. বিপ্লব কুমার মজুমদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড.পলাশ সরকার, জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. গোলাম মোস্তফা, জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আব্দুস সামাদসহ অন্যরা। সঞ্চালনায় ছিলেন সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইয়ামিন আলী।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply