সোমবার ৩০ ডিসেম্বর সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের পুর্নবাসনের অংশ হিসেবে একজন শিক্ষার্থীকে অনুদান দেওয়া হয়েছে।
মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবি’র পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের ইনজামাম হকের ছেলে আসমাউল হুসনা (২৫) কে ৫৯ বিজিবি’র পক্ষ হতে নগদ অনুদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তার পায়ে গুরুতর আহত হয়। আহত ছাত্রকে চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা হয়।
এ বিষয়ে মহানন্দা ৫৯ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম জানান এই ধরনের সামাজিক কর্মকান্ড ভবিষ্যতেও চলমান থাকবে।
Leave a Reply