চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ০৭টার সময় বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। এতে নিউ মার্কেটসহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কোন হাতাহতের খবর পাওয়া যায়নি।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের টেনিস কোর্টে ককটেল হামলা পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা ও দায়রা জজ আদীব আলী, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার ছাইদুল হাসান ও গোয়েন্দা সংস্থার লোকজন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু রহমান জানায়, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন।
Leave a Reply