বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটে ৪ দিনব্যাপী ২৫ যুব সদস্যদের ডিজাস্টার রেসপন্স (ইউডিআরটি) প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের স্কাই ভিউ ইন কনফারেন্স রুমে চার দিনের
(ইউডিআরটি) এই প্রশিক্ষণ শেষ হয়।
চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের চারদিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে ছিলেন ট্রেইনার আবদুল্লাহ আল তানজিল, মাহফুজ হক মিলন, সাদিয়া সাবা অর্চি।
উক্ত সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম ও সাধারণ সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ সান্টু। এ-সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের কার্যনির্বাহী সদস্য আবু সুফিয়ান, আমির হোসেন ইউএলও মাহমুদুর রহমান লিমন প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিটের যুব প্রধান শামিম রেজা সহ প্রশিক্ষনে অংশ গ্রহনকারী প্রশিক্ষণার্থী।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সূত্রে জানা যায়, আইএফআরসি এবং আমেরিকান রেড ক্রসের সহযোগিতায় ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার রেসপন্স বিভাগের আয়োজনে সারা দেশে ৬৮ টি ইউনিটে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, গত (১১ ডিসেম্বর) জেলা শহরের স্কাইভিউ ইন কনফারেন্স রুমে ডিজাস্টার রেসপন্স টিম (ইউডিআরটি) চার দিনব্যাপী প্রশিক্ষণ শুরু করা হয়েছিল তা আজ শেষ হলো।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply