মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি। ১৬ মহান বিজয় দিবসের সূর্যোদয়ের সাথে সাথে ৩১ (একত্রিশ) বার তোপধ্বনির মাধ্যমে দিনের সূচনা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকা সম্বলিত স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার ছাইদুল হাসান পিপিএম মহোদয়। অতঃপর তিনি হরিমোহন সর: উচ্চ বিদ্যালয় মাঠের পূর্ব-দক্ষিণ কোণে অবস্থিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন।
মহান বিজয় দিবস উপলক্ষে ডা: আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে বিজয় দিবস কুচকাওয়াজ ও প্যারাডের উদ্বোধন করেন। এসময় পুলিশ সুপার সহ উপস্থিত সকলে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মানে ০১ মিনিট নীরবতা পালন করেন। অত:পর তিনি কুচকাওয়াজ ও প্যারেড পরিদর্শন এবং সালামি গ্রহণ করেন। পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। এরপর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
পরবর্তীতে মহান বিজয় দিবস উপলক্ষে ডা: আ. আ. ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম মাঠে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনাসভা ও মহান বিজয় দিবসের তাৎপর্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় আবুল কালাম সাহিদ, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নূরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) গণ সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply