চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর ব্যাঙপাড়ায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ ডিসেম্বর) রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর রেহাইচর ব্যাঙপাড়া যুব সমাজের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। সভাপতিত্ব করেন পৌর ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আমির।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাই নবাবগঞ্জ পৌরসভার ১৩ নং ওয়ার্ডের কাউন্সিল আব্দুল খালেক মাস্টার, জনাব নূর আলম মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোক্তারুল ইসলাম রাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও সেখানে ছিলেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিঠুন, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মুসা প্রমুখ।
অতিথিদের বক্তব্যে মাদক, বাল্য বিবাহ, যৌতুক এবং ইভটিজিং প্রতিরোধের ব্যাপারে যুব সমাজের উদ্দেশ্যে তাদের মূল্যবান বক্তব্যে প্রদান করেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের গান পরিবেশ করেন রেহাইচর ব্যাঙপাড়া যুব সমাজ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply