“প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার”এ প্রতিপাদ্য কে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে জাতীয় প্রবাসী দিবস।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও জেলা প্রশাসক এবং কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে ডিসি অফিসের কার্যালয়ের সামনে হতে একটি র্যালি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, চেয়ারম্যান, চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিন, কম্পিউটার সিনিয়র ইন্সট্রাক্টর আব্দুর রাজ্জাক, কম্পিউটার ইন্সট্রাক্টর সোহেল রানা, কম্পিউটার ইন্সট্রাক্টর, মনোয়ার হোসেন, আজিজুল হক প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অত্র (টিটিসি)’র কর্মকর্তাবৃন্দ সহ জেলার সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে বারোঘরিয়া চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় জব ফেয়ার মেলার আয়োজন করা হয়। দিনব্যাপি মেলায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩ টি স্বনামধন্য প্রতিষ্ঠান জব মেলায় আংশ গ্রহণ করে। উক্ত জব ফেয়ার মেলা থেকে ২০০ জন চাকরিপ্রার্থী চাকরি পাবেন বলে এসব কথা জানায়।
Leave a Reply