চাঁপাইনবাবগঞ্জে চর বাগডাঙ্গার ফরিদপুর সীমান্তে (৫৩ বিজিবি)’র অভিযানে দেড় কেজি হেরোইন উদ্ধার আটক -২।
শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গার একটি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি সামজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল সদর উপজেলার চর বাগডাঙ্গা একটি বাজারের পাশে পরিত্যক্ত দোকানের মধ্যে অভিযান চালিয়ে ১ কেজি ৪৪০ গ্রাম হেরোইন সহ চর বাগডাঙ্গা গিধনিপাড়া গ্রামের মৃত সাইদুর রহমানের ছেলে মোবারক হোসেন গুধা (৩৫), ফাটাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মর্তুজা (৪৫) কে হাতেনাতে আটক করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল নাহিদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে বলে এসব কথা জানান।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply