নবাবগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য সমৃদ্ধ গ্রামীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) সকাল নবাবগঞ্জ সরকারি কলেজের মাঠ প্রাঙ্গণে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন সদ্য নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস।
সূত্রে জানা গেছে নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা নিজেদের বানানো পিঠা দিয়েই প্রতিটি স্টল সবার জন্য উন্মুক্ত করা হয়। এমন পিঠা উৎসব দেখতে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ। কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ৩০টি’র অধিক পিঠার স্টল রয়েছিলো। তাদের প্রতিটি স্টলে কমবেশি ৪০ পদের পিঠার প্রদর্শন ও বিক্রি করা হয়।
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু জানায়, অধ্যক্ষ হিসেবে যোগদান করার পরে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। দেশীয় সংস্কৃতি লালনে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য সার্বিক কাজ চালিয়ে যাচ্ছেন। প্রথমবারের মতো পিঠা উৎসবে কলেজের শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষের ব্যাপক সাড়া পেয়েছি। আগামীতে পিঠা উৎসবের আয়োজন অব্যহত থাকবে বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply