চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের তাগিদ। পরিষদের সেবাগুলোকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভায় আলোচনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮জানুয়ারি) সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিনের (সার্বিক) উপস্থাপনায় মাসিক উন্নয়ন কমিটির সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ -১ আসনের মাননীয় সংসদ সদস্য ও সমন্বয় কমিটির উপদেষ্টা ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ন রেজা, ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন। জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল মাসুদ (সদর), আব্দুস সালাম (শিবগঞ্জ), হোসনে আরা পাখি (ভোলাহাট), কবির আহম্মেদ খান (গোমস্তাপুর), তারিকুজ্জামন সুমন (নাচোল), সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা বেগম ও সাবিহা শবনম কেয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদ সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
Leave a Reply