চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি টেলিভিশন এশিয়ান টেলিভিশনের ১১তম বর্ষপূর্তি ও এশিয়ান রেডিও ৯০.৮ এফএম প্রতিষ্ঠা বার্ষিকী’র কেক কেটে উদযাপন করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারী) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের মিলনায়তনে বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ বিশ্বাস।
উক্ত বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য দেন এশিয়ান টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি নাদিম হোসেন। সার্বিক উপস্থাপনা করে নাগরিক টেলিভিশন ও দৈনিক মানব জমিন পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরীর।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজহারুল ইসলাম তরু, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও এন টিভির প্রতিনিধি শহিদুল হুদা অলক, চ্যানেল আই জেলা প্রতিনিধি ও চাঁপাই দর্পণ পত্রিকার সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল শুকরানা, স্বাধীন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মরসালিন হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ- সভাপতি হারুনুর রশিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইনডিপেনডেন্ট টিভির চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি ফয়সাল মাহমুদ, নিউজ ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, চ্যানেল ২৪ টিভির জেলা প্রতিনিধি আনোয়ার চৌধুরী, ডিবিসি নিউজ টিভি ও দৈনিক কাগজ এর জেলা প্রতিনিধি জহরুল ইসলাম, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি আব্দুল ওহাব, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি সেলিম রেজা, জেলা প্রেসক্লাবের সাংবাদিক সহ জেলার স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply