চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জমা সংক্রান্ত বিরোধের জের ধরে জমি দখল ও বাড়ীতে বোমা হামলার ঘটনায় অভিযোগ না নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন।
শনিবার (২০ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড শাহনেয়ামতুল্লাহ কলেজ সংলগ্ন একটি অফিসে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সোহেল আমান জানায়, গত প্রায় ৮ বছর পূর্বে হতে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিরোধের প্রেক্ষিতে ১নং হতে ৫নং পর্যন্ত বিবাদীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়। উক্ত মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। মামলা দায়ের পর বিবাদীরা তার মা সহ পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হুমকি ধামকি প্রদান করে আসছে। গত বছরের ১৮ ডিসেম্বর বিকালে বিবাদীরা তার বাড়ীর সামনে উপস্থিত হয়ে তার পিতা-মাতা কে হুমকি দিয়ে বলে গেছেন বিজ্ঞ আদালতের মামলা প্রত্যাহার না করলে প্রাণে শেষ করতে চেয়েছেন। তিনি আরও বলেন তার পিতা-মাতা অসুস্থ থাকার ফলে বিভিন্ন সময় বাড়ীর বাহিরে চিকিৎসা কাজে যাতায়াতের প্রয়োজনে বাড়ি হতে বাহির হলে বিবাদীরা তার পিতা-মাতার উপর আক্রমন করার জন্য ষড়যন্ত্র করতে থাকে। এক পর্যায়ে তার পিতা হুমকি আতঙ্কে গত ১ জানুয়ারি দিবাগত রাতে তার পিতা অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
এরপর গত ১৬ জানুয়ারি সিপ্লবের নেতৃত্বে রুমি নাসির সহ ৩০ থেকে ৩৫ জন তার বাড়িতে বোমা চালায়। এছাড়াও বিবাদীরা আমাদের ৫২ বিঘা জমি জবর দখল করে রেখেছে বলে এসব জানান তিনি।
এ অভিযোগের সত্যতা জানতে গোমস্তাপুর থানার (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ কে ফোন দিলে তিনি রিসিভ করেননি ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply