ঘটনাটি ঘটেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী নামক স্থানে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজিবি জানায় রহনপুর ব্যাটালিয়ন (৫৯) বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এর দিকনির্দেশনায় উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে সোনামসজিদ বিওপি’র টহলদল যানবাহনে তল্লাশী পরিচালনা করছিলেন। এসময় ২ জন মোটরসাইকেল যোগে সীমান্তবর্তী সোনামসজিদ হতে কানসাট যাওয়ার পথে বিজিবি থামার সংকেত দেন। মোটরসাইকেল না থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হলে কর্তব্যরত বিজিবি সদস্য মোটর সাইকেলের পেছনের সিটে বসে থাকা হান্নানের জ্যাকেট টেনে ধরলে সে নীচে পড়ে যায়। তবে অপর মোটরসাইকেল চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে আব্দুল হান্নানের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় আটককৃত আসামীকে অস্ত্র, গুলি এবং ম্যাগাজিন মামলায় শিবগঞ্জ থানায় হস্তান্তর চলমান রয়েছে বলে জানান।
রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানায় সিমান্তে অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply