মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)।
মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সূর্যোদয়ের সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কথা সাহিত্যিক জিল্লুর রহমান।
এরপর সকাল ৬টায় নির্বাহী প্রকৌশলীর নেতৃত্বে সকল কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে নিয়ে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসন প্রাঙ্গনে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের স্মরণে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। এরপর জেলা শহরের আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি)’র সহকারী প্রকৌশলী -৩ রাশেদুজ্জামান রনি, উপ-সহকারী প্রকৌশলী সদর আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী শিবগঞ্জ আব্দুল্লাহ আল মামুন, উপ-সহকারী প্রকৌশলী নির্বাহী প্রকৌশলী কার্যালয় আরাফাতুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী নাচোল মেরাজুল হক, উপ-সহকারী প্রকৌশলী গোমস্তাপুর এস এম ইমরান হোসেন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply