চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রাজারামপুর তরুন সংঘের উদ্যোগে ঈদ পর্নমিলনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১২ মার্চ) রাতে রাজারামপুর তরুন সংঘ আয়োজনে ঈদ পর্নমিলনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লুনা ট্রেডার্সের স্বাত্তাধিকারী রাইহানুল ইসলাম লুনা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ডাঃ নাদিম সরকার (এফসিপিএস সার্জারি), মেসার্স সাহেব অটো রাইস মিলের পরিচালক আজিজুর রহমান (সাহেব), চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম সহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজারামপুর তরুন সংঘের প্রতিষ্ঠাতা সাব্বির রহমান। বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি রুবেল আখতারুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক শাহীন আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিব জাভেদ, সহ-শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠান শুরুর আগে রাজারামপুর তরুন সংঘ ক্লাবের আয়োজনে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেন স্থানীয়রা। পরে তাদের পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভা শেষে রাজারামপুর এলাকার দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। তারা হচ্ছেন রাজারামপুর এলাকার আব্দুর রহমান। সে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি পরীক্ষায় ৩২৩ তম হন। অপরজন আব্দুল্লাহ। সে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় ২য় হন।
পরে রাজারামপুর তরুন সংঘের প্রতিষ্ঠাতা সাব্বির হোসেন, মোকাদ্দাস হোসেন মুকুল, হারুন আর রশিদ (হারুন) কে ক্রেস্ট প্রদান করা হয়।
অতিথিরা বক্তব্যে জানায় রাজারামপুর তরুন সংঘের প্রতি সব ধরনের সহযোগিতা থাকবে এবং সাফল্য কামনা করেন।
Leave a Reply