বুধবার (পহেলা মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় চাঁপাই প্রেসক্লাবে এসে চাঁপাই প্রেসক্লাবের সাংবাদিকদের কাছে উক্ত ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি উপহার দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাই প্রেসক্লাবের উপদেষ্টা আতাউর রহমান, চাঁপাই প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান ও সাধারণ সম্পাদক জমশেদ আলী, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন, সদস্য মাহিদুর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।
বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন জানান চাঁপাই প্রেসক্লাবের সাংবাদিকরা অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। সমাজ, রাষ্ট্র এবং সরকারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অগ্রণি ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Leave a Reply