শুক্রবার সকালে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া’র দিক নির্দেশনায় সোনামসজিদ বিওপি’র দায়িত্বপূর্ন সুবেদার শাহজাহান আলী’র নেতৃত্বে ২৩ আগষ্ট রাত ১২ দিকে সোনামসজিদ সীমান্ত বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামে ভারতীয় চোরাকারবারীরা ২টি বস্তা পাগলা নদীতে ভাসিয়ে দেওয়া পর তা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে ৫৯ বিজিবি ২টি বস্তা উদ্ধার করে। পরবর্তীতে বস্তার ভিতর হতে ৪৭৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে।
উক্ত আটকের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় উদ্ধারকৃত ফেন্সিডিল হস্তান্তর জিডি করা হয়েছে বলে জানায় বিজিবি।
Leave a Reply