আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে চাঁপাই নবাবগঞ্জ সোনামসজিদ বিওপির বালিয়াদিঘী এলাকায় রহনপুর ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, সিমান্ত লাগোয়া পূজামণ্ডপ এলাকার সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আশ্বাস প্রদান করেন। তিনি বলেন ৫৯ বিজিবি’র অধীনস্থ সীমান্তবর্তী ৮ কিঃ মিটারের মধ্যে অবস্থিত সকল পূজা মন্ডপের যাবতীয় নিরাপত্তা নিশ্চিতে বিজিবি টহল কার্যক্রম পরিচালনা করছেন।
কিবরিয়া বলেন, এবারের পূজায় (৫৯ বিজিবি) নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করছেন। পূজা চলাকালীন সময়ে বা পূজা শুরুর পূর্বে যদি কোন দুষ্কৃতিকারী পূজা মন্ডপে হামলা-ভাংচুর হওয়ার সম্ভাবনা হলে বিজিবির টহল কমান্ডারকে মোবাইলের মাধ্যমে অবগত করার জন্য সংশ্লিষ্ট পূজা মন্ডপ কমিটির সভাপতিদের নির্দেশ দেন। এবং স্থানীয় জনপ্রতিনিধি, গন্য মান্য ও সাধারণ জনসাধারণকে সজাগ দৃষ্টি ও সার্বিক সহযোগিতা করার জন্য অনুরোধ করেন তিনি।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান নিজামুল হক রানা। এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে মন্দির কমিটির প্রতিনিধির হাতে অর্থিক সহায়তা প্রদান করেন।
Leave a Reply