চাঁপাইনবাবগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার রেজাউল করিম।
গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বটতলাহাটের পাশে মা ভবানী দুর্গা ও কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে। রোববার সকালে জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তাছমিনা খাতুন মন্দিরটি পরিদর্শন করেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ জানান, গভীর রাতে মন্দিরে ঢুকে শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার পর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে সনাতন ধর্মালম্বীদের সঙ্গে মতবিনিময় করা হয়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার রেজাউল করিম (বিপিএম সেবা) মুঠোফোনে জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। যারা প্রতিমা মন্ডপের দায়িত্বে ছিলেন। তারা রাত ১২ টার পর খোলামেলা জায়গায় পাহারা না বসিয়ে অরক্ষিতভাবে রেখে চলে যান। এভাবে থাকার কারণে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় মামলা হবেই। এবং জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply