চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কানসার্টে মহানন্দা ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় বিভিন্ন মডেলের ৬৬ টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৯ অক্টোবর) বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম সত্যতা নিশ্চিত করেন।
বিজিবি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধিনায়কের দেওয়া তথ্যের ভিত্তিতে ও দিক নির্দেশনায় সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে ০৯ অক্টোবর সকালে শিবগঞ্জ উপজেলার কানসার্ট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৬৬টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন আটক করতে সক্ষম হয়। চোরাই মোবাইল কাষ্টমস এ জমা দেয়ার কার্যক্রম চলমান রয়েছে জানান বিজিবি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply