চাঁপাইনবাবগঞ্জে আলোর দিশারী মডেল মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্র আব্দুলাহ আল ওসমান (১৩) বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের বিদিরপুর এলাকায় আঞ্চলিক সড়কে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় বাইসাইকেল আরোহী মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পুলিশ জানান, নিহত আব্দুলাহ আল ওসমান পৌরসভার মিল্কি গ্রামের উজ্জল আলীর ছেলে। আরও বলেন বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা ট্রাক্টর চালককে আটক করে রাখে। সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে। এবং ট্রাক্টর চালককে হেফাজতে নেয় হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply