চাঁপাইনবাবগঞ্জে শতাধিক কৃষক পরিবারের ৩০০ বিঘা জমি ভূমিদস্যুদের নামে খতিয়ানে রেকর্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী জমির মালিকপক্ষ।
মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের বিশ্বরোড মোড় শাহনেয়ামতুল্লাহ কলেজের সামনে একটি অফিসে এসব অভিযোগ তুলে ধরেন তারা।
সংবাদ সম্মেলনে ইমাজ উদ্দিন বলেছেন, সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ১৬৭নং দেবীনগর মৌজায় ২০০৮ সালে ভূমি জরিপ শুরু হয়। তা শেষ হয় ২০১৫ সালে। পরবর্তীতে ২০১৬ হইতে ২০২২ সাল পর্যন্ত রাজশাহী সেটেলমেন্ট দিয়ারা অপারেশন রাজশাহী অফিসে ভারপ্রাপ্ত রেকর্ড কিপার আকবর হোসেন ও সিট কিপার আলমগীর হোসেনের যোগসাজশে অর্থের বিনিময়ে দুর্নীতি করে প্রায় ৩০০ বিঘা জমি দেবীনগর ইউনিয়নের ভূমিদস্যু ওসমান গনি, রেজাউল করিম, আখতারুজ্জামানের সহিত সক্ষতা গড়ে ভূমিদস্যুদের নামে বেনামে খতিয়ান হতে জমি কর্তন করে তাদের খতিয়ানে রেকর্ড করে। কোন খতিয়ানে তাদের নামও অবৈধভাবে অন্তর্ভুক্ত করে।
বলেন, জমি ফেরত পেতে ঢাকা সেটেলমেন্ট অফিস ও রাজশাহী সেটেলমেন্ট অফিসের চার্জ অফিসার, রাজশাহী জেলা প্রশাসক, চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসক, রাজশাহী দুর্নীতি দমন কমিশন বরাবর প্রতিকার চেয়ে আবেদন করেও কাঙ্খিত কোন প্রতিকার পাওয়া যায়নি বলে জানান তিনি।
Leave a Reply