চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হুজরাপুরে-জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত সড়কটি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুরে রাস্তাটির নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। উক্ত নির্মাণের কাজের ব্যবস্থা করেছেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওতাধীন লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি) শীর্ষক প্রকল্পের ১৩ নং প্যাকেজের আওতায় সড়কটি নির্মাণসহ রাস্তার পাশে একটি ড্রেনও নির্মাণ করা হবে।
উদ্বোধন কালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও এর সভাপতিত্বে নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ। বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন। অনুষ্ঠানে রাস্তাটির বিস্তারিত তথ্য তুলে ধরেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থাপনা করে টাউন প্লানার ইমরান হোসেন। উক্ত নির্মাণ কাজ শেষ হওয়ার কথা হয়েছে আগামী বছরের ৬ জুলাই।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ উরাঁও এর ভূয়সি প্রশংসা করেন বক্তারা। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন-এধরনের আরও কোন রাস্তা থাকলে নির্মাণ বা সংস্কারের ব্যবস্থা করা হবে। প্রকাশক দেবেন্দ্র নাথ উরাঁও তার বক্তব্যে বলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ইতো মধ্যে ১০৩ কোটি টাকার পৌরসভার একটি প্রকল্পে সই করেছেন বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply