চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে শতাধিক ককটেল ও অর্ধশতাধিক পেট্রোল বোমা উদ্ধার করেছে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে ৯৯টি ককটেল ও ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে চকপাড়া বিওপির একটি অভিযানিক দল। বৃহস্পতিবার রাতেই এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল গোলাম কিবরিয়া বিজিবিএম, বিজিওএম।
সংবাদ সম্মেলনে বিজিবির অধিনায়ক জানান, ২টি প্লাস্টিকের ক্যারেটসহ চকপাড়া সীমান্তের ১৮৪ মেইন পিলার থেকে প্রায় ১ কিলোমিটার দূরে বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল এলাকায় দুই ব্যক্তি গাড়ির জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিজিবির একটি অভিযানিক দল ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা প্লাস্টিকের ক্যারেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ক্যারেটে তল্লাশি চালিয়ে লাল কসটেপ দিয়ে মোড়ানো ৯৯টি ককটেল উদ্ধার এবং অপর ক্যারেট থেকে ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন অধিনায়ক বলেন ভবিষ্যতে সীমান্ত এলাকা ব্যবহার অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে এবং দুষ্কৃতকারীরা অপতৎপরতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে ৫৯ বিজিবি সর্বদা সীমান্তে সজাগ থাকবে বলে জানান তিনি।
Leave a Reply