চাঁপাইনবাবগঞ্জে অ্যাথলেটিকস ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
জানা গেছে বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪’র আওতায় এবং চাঁপাই নবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় জেলা ক্রীড়া অফিস কর্মসূচির আয়োজন করে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহফুজা সুলতানা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ডা. মোছা. রেশমা খাতুন, জেলা ক্রীড়া অফিসার জাহাঙ্গীর আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গৌরী চন্দ সিতু, গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমদ সহ অন্যান্যরা।
অতিথির দেয়া বক্তব্যে তিনি জানায় বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। এ সরকার সবসময় বহিবিশ্বে ক্রীড়ার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। জেলায় ক্রীড়ার উন্নয়নে কাজ করছে বলে জানান তিনি।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply