চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের সাগরইল ব্লকের লেবু ডাঙ্গা গ্রামে মৌসুমী কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খামার যান্ত্রিকরণের মাধ্যমে বোরো ধানের হাইব্রিড জাতের সমতল চাষাবাদের নিমিত্তে রাইস ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে গোমস্তাপুরের উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে লেবুডাঙ্গায় মাঠ দিবসের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম আনন্যা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ূন রেজা। এসময় বিশেষ অতিথি ছিলেন গোমস্তাপুর উপজেলা ভূমি কমিশনার জান্নাতুল ফেরদৌস, গোমস্তাপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান (নুহু), রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার সেরাজুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপ-সহকারী আব্দুর রাকিব সহ উপজেলা কৃষি দফতরের বিভিন্ন কর্মকর্তা এবং অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রামে থেকে আসা কৃষক গন।
বক্তব্যে অতিথিরা জানায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষিকে লাভজনক কৃষিতে রূপান্তর করে আধুনিকীকরণের জন্য নির্দেশ দেন। কৃষি যন্ত্র হারভেস্টার, রিপার, রাইস ট্রান্সপ্লান্টার ও পাওয়ার থ্রেসার যন্ত্রগুলো প্রকল্পে বেশি গুরুত্ব দেয়া হয়েছে এবং উক্ত যন্ত্রগুলো উন্নয়ন সহায়তা (ভর্তুকির) মাধ্যমে প্রদান করা হচ্ছে। ভর্তুকি সুবিধাসহ আধুনিক যন্ত্রনির্ভর কৃষি প্রান্তিক পর্যায়ে পরিপূর্ণভাবে পৌঁছানো সময় সাপেক্ষ হলেও এই প্রকল্পের মাধ্যমে কৃষকের কাঙ্খিত কৃষিযন্ত্র কৃষকের দোরগোড়ায় পৌঁছানো দেয়া সম্ভব হয়েছে বলে জানান।
Leave a Reply