চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) একেএম গালিভ খাঁন বলেছেন নতুন প্রজন্মকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষার যে তাৎপর্য, দিবসের ইতিহাস ও তাদের মধ্যে চেতনার বহিঃপ্রকাশ ঘটানো। এবং দেশের জন্য মামত্ববোধ, মাতৃভাষা, মাতৃভূমির জন্য মমত্ববোধ নতুন প্রজন্মের মধ্যে জাগ্রত করার লক্ষ্যে বাংলা ইংলিশ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা, ভোকেশনাল, টেকনিক্যাল প্রত্যেকটি জায়গায় ছাত্র-ছাত্রীদের মাঝে চিত্রাংকন, রচনা, কবিতা আবৃত্তি, নিত্য, ভাষার গান প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মকে জাগ্রত করার অনুরোধ জানান তিনি।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) সকালে চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক সভায় এসব কথা জানান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। সার্বিক উপস্থাপনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের ডা: এস এম মাহমুদুর রহমান রশিদ, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রাং, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জেছের আলী, জেল সুপার শরিফুল ইসলাম, ইসলামী ফাউন্ডেশনের আশরাফুজ্জামান, পরিবেশ অধিদপ্তরে সহকারি পরিচালক মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও সেখানে ছিলেন বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
Leave a Reply