চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা প্রবীণ নিবাস (বৃদ্ধাশ্রম) পরিদর্শন করেছেন ডিসি গালিভ খাঁন। ঈদের নতুন শাড়ী, লুঙ্গী ও ইফতার প্রদান করেন তিনি।
রোববার (০৭ এপ্রিল) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ঝিলিম ইউনিয়নে মহানন্দা প্রবীণ নিবাস বৃদ্ধাশ্রম পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
বৃদ্ধাশ্রম পরিদর্শন শেষে ডিসি গালিভ খাঁন জানান, আমি বৃদ্ধাশ্রমে গিয়ে অভিভূত হয়েছি। মহানন্দা প্রবীণ নিবাস একটি মহৎ কাজ করে যাচ্ছেন। এ কাজে সমাজের বিত্তবানদের সহায়তা কারা উচিত। আমরা বৃদ্ধাশ্রম ভালভাবে পরিচালনা করতে জেলা বাসীর এগিয়ে আসার আহবান জানাচ্ছি। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকেও এ বৃদ্ধাশ্রমে সাহায্য সহযোগিতা অব্যাহৃত থাকবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, এনডিসি আব্দুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নবাব গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর আকবর হোসেন।
এ জাতীয় আরো খবর..
Leave a Reply