চাঁপাইনবাবগঞ্জে ন্যাশনাল থ্যালাসেমিয়া সার্ভে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।
উক্ত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চাঁপাই নবাবগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোজাহারুল ইসলাম তরুণ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জনের মেডিকেল অফিসার ডাঃ মোছা: রেশমা খাতুন সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply