“শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ডিসি অফিসের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মহান মে দিবসের র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্র আব্দুল সামাদ। পরে তিনি বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন।
এসময় মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন নবাব অটো রাইস মিলের চেয়ারম্যান আকবর আলী। শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, হোটেল শ্রমিক কল্যান ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ। স্বাগত বক্তব্য দেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাপরিদর্শক জাহাঙ্গীর আলম।
অপর দিকে প্রথম বারের মত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য “শ্রমজীবী মানুষের অধিকার, বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার”
বক্তব্যে শ্রমিক পক্ষের প্রতিনিধি শ্রমিকদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এবং তা বাস্তবায়নে জোর দাবি জানানো হয়।
Leave a Reply